Wednesday, September 5, 2018

সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া স্কুল ছাত্র ছাত্রীদের আন্দোলন

২০১৮ সালের আগস্ট মাস তখন, দেশের অবস্থা বরাবরের মতই ছিলো তবে সড়ক দুর্ঘটনার পরিমান দিন দিন বাড়ছিল। 
হঠাত করেই ঢাকায় সড়ক দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থীর অকাল মৃত্যু হয়। যে তাজা প্রান গুলো ঝরে গেলো তা যেন কিছুতেই মেনে নেয়া যাচ্ছিল না। 

তারপর শিক্ষার্থীরা আর মুখ বুজে বসে থাকেনি, রাস্তায় নেমে আন্দোলন শুরু হয়েগেলো, সমগ্র দেশের তখন একটাই দাবি নিড়াপদ সড়ক চাই। তারই কিছু অংশ এখানে তুলে ধরা.........। 


আমরা বিস্তারিত কিছুই লিখলাম না। পত্রপত্রিকা পড়ে আপনারা নিশ্চই সবই জেনে গেছেন। এখানে কিছু ফেসবুক লিঙ্ক দেয়া হল। এখন কথা হল এই গুলোর সত্যতা কতটুকু? আমরা এখানে যা শেয়ার করেছি তার সবই বিভিন্ন প্রোফাইল / পেজ থেকে কপি করা , তাদের উপর আস্থা রেখেই দেয়া ।

No comments:

Post a Comment

ইসরায়েলি রাষ্ট্র গঠনে পশ্চিমা বিশ্বের দ্বিচারিতা

 march to Gaza-র প্রধান আয়োজক কারা? যে শতশত মানুষ অংশ নিয়েছে তারা কারা?  march to Gaza-র কর্ডিনেট করছে সুইজারল্যান্ড ভিত্তিক মানবাধিকার সংগঠ...