সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া স্কুল ছাত্র ছাত্রীদের আন্দোলন

২০১৮ সালের আগস্ট মাস তখন, দেশের অবস্থা বরাবরের মতই ছিলো তবে সড়ক দুর্ঘটনার পরিমান দিন দিন বাড়ছিল। 
হঠাত করেই ঢাকায় সড়ক দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থীর অকাল মৃত্যু হয়। যে তাজা প্রান গুলো ঝরে গেলো তা যেন কিছুতেই মেনে নেয়া যাচ্ছিল না। 

তারপর শিক্ষার্থীরা আর মুখ বুজে বসে থাকেনি, রাস্তায় নেমে আন্দোলন শুরু হয়েগেলো, সমগ্র দেশের তখন একটাই দাবি নিড়াপদ সড়ক চাই। তারই কিছু অংশ এখানে তুলে ধরা.........। 


আমরা বিস্তারিত কিছুই লিখলাম না। পত্রপত্রিকা পড়ে আপনারা নিশ্চই সবই জেনে গেছেন। এখানে কিছু ফেসবুক লিঙ্ক দেয়া হল। এখন কথা হল এই গুলোর সত্যতা কতটুকু? আমরা এখানে যা শেয়ার করেছি তার সবই বিভিন্ন প্রোফাইল / পেজ থেকে কপি করা , তাদের উপর আস্থা রেখেই দেয়া ।

Comments

Popular posts from this blog

মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস

15 things remember if you want to live a peaceful life

Chinese people died in Bangladesh recent record